মারা গেছেন ১১৭ করোনা রোগী

২৭ অগাস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১১৭ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা  শনাক্ত হয়েছে তিন হাজার ৫২৫ জনের। শনাক্তের হার ১২ দশমিক ৭৮ । সুস্থ হয়েছেন ছয় হাজার ৪৮৫ জন করোনা রোগী। শুক্রবার  স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে  ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনের। এর মধ্যে মারা গেছেন ২৫ হাজার ৮৪৬ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ চার হাজার ৩৭০ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৮৮ লাখ ১৬ হাজার ৩৪৩টি। শনাক্তের হার ১৬ দশমিক ৮৬।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ২৯৪টি,পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৫৭৮টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৫ জন আর নারী ৬১ জন। বিভাগের মধ্যে ঢাকায় ৪০ জন, চট্টগ্রামের  ৩৭ জন, রাজশাহী ও ময়মনসিংহের চার জন করে, খুলনার  ১১ জন, বরিশালের ছয় জন, সিলেটের ১০ জন ও রংপুরের পাঁচ জন।সরকারি হাসপাতালে ৯২ জন, বেসরকারি হাসপাতালে ১৮ জন ও বাড়িতে সাত জন মারা গেছেন ।

এমকে


মন্তব্য
জেলার খবর