বাংলার বাতাসে এখনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, সতর্ক থাকতে হবে; আরো চ্যালেঞ্জ আছে সামনের দিনে। শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ছাত্রলীগের উদ্দেশে এসব কথা বলেন। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।
আফগানিস্তানের নাম স্পষ্ট না করলেও ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ এশিয়ার একটি দেশে ক্ষমতার পরিবর্তনে বাংলাদেশে একটি গোষ্ঠী উচ্ছ্বসিত। বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতির সঙ্গে সঙ্গে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রস্তুতি নিচ্ছে, ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে- শেখ হাসিনার সরকার হঠাতে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেই বিশৃঙ্খলা তৈরি করবে তারা। তাই ছাত্রলীগকে সজাগ থাকতে হবে- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেরা পরস্পরে শত্রু হওয়া যাবে না।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।
এমকে