বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে মাছের ঘের থেকে গৌর পাল (৭৬) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুরে গিলাতলা গ্রামের পশ্চিমপাড়ায় তার বাড়ির পাশের ঘেরটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ঘাস নিয়ে ফেরার পথে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, বাড়ি না ফেরায় দুপুরের পর পরিবারের লোকজন বৃদ্ধকে খুঁজতে বের হয়। বিকালের দিকে ঘেরটিতে ঘাস বোঝাই একটি বস্তা ভাসতে দেখে। তখন পানিতে নেমে তাকে খুঁজে না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তিনি জানান, কোন অভিযোগ না থাকায় সৎকারের জন্য মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নূরুজ্জামান শেখ/এমকে