নতুন মাঠ কিনতে চায় বিসিবি

২৭ অগাস্ট ২০২১

মাঠ ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ক্রিকেট মাঠ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। বিসিবির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

তিনি আরো বলেন, ‘আর স্টেডিয়াম নয়, আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানেই পাব, ক্রিকেট মাঠ কিনব। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ আর পরিচর্যা ব্যয়বহুল। এজন্য আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানে ক্রিকেটটা নিয়মিত চলবে।’

 

দেশের ক্রিকেটকে আরো বেশি প্রসারিত করতে এবং তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনতে মাঠের সংখ্যা বাড়াতে হবে উল্লেখ করে পাপন বলেন, এর আগেও একবার ক্রিকেট মাঠ তৈরি করতে জমি কেনার পরিকল্পনা করেছিলাম। সেবার ঢাকার মধ্যে জমি খোঁজা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সে পরিকল্পনা আলোর মুখ দখেনি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর