তালেবানের সাথে সম্পর্ক গড়তে চান জারিফা!

২৮ অগাস্ট ২০২১

আফগানিস্তানের ভোটে নির্বাচিত প্রথম নারী মেয়র জারিফা গাফারি পরিবারসহ পালিয়ে জার্মানিতে চলে গেছেন। জার্মানির ডুসেলডর্ফ শহরে তার জীবন এখন নিরাপদ। 

তবে তিনি তালেবানের সাথেও যোগাযোগ করতে ইচ্ছুক। তালেবানের সাথে  সম্পর্কও গড়তে চান।

জারিফা গাফারির মতে, ‘আমাদের একে অপরকে বুঝতে হবে। বিদেশী সৈন্যরা এসে আমাদের সাহায্য করবে না। তালেবানের সাথে সমস্যা মিটিয়ে ফেলার কাজটা আমাদেরই করতে হবে। সেই দায়িত্ব পালনের জন্য আমি প্রস্তুত।’

 বিবিসি


মন্তব্য
জেলার খবর