মন্তব্য
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, প্রথমবারের মতো তালেবানের সাথে তুরস্কের বৈঠক হয়েছে। আফগানিস্তানের কাবুল বিমানবন্দর পরিচালনার কাজ করতে তালেবানের দেয়া প্রস্তাব ও অনুরোধের বিষয় এখনো পর্যালোচনা করছেন তারা।
তিনি সাংবাদিকদের সামনে আরো বলেন, কাবুলে তালেবানের সাথে সাড়ে ৩ ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। প্রয়োজনে আরো বৈঠকে বসতেও রাজি আছে তুরস্ক।
এরদোগান বলেন, তালেবান কর্তৃপক্ষ বলেছে যে তারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে আর আমরা তা পরিচালনা করব। কিন্তু আমরা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। কারণ এ দেশটিতে সব সময় মৃত্যু ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি আছে।
আলজাজিরা