সজাগ থাকতে হবে সবাইকে

২৮ অগাস্ট ২০২১

এখনো শুরু হয়নি, তারপরও করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে সজাগ থাকতে বলা হয়েছে সবাইকে। তৃতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে- এমন আশঙ্কা থেকেই এ পরামর্শ দেয়া হয়। শুক্রবার  নীলফামারীতে সরকারি হাসপাতাল পরিদর্শনকালে এ পরামর্শ দেয়াসহ করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মহাপরিচালক খুরশীদ আলম জানান, এখন দ্বিতীয় ঢেউ চলছে, প্রথম ঢেউ শেষ।সংক্রমণ যেন আর না বাড়ে, সেজন্য ছোটবড় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা সংক্রান্ত সরকারি নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া আছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, করোনায় সংক্রমিত হলেও সাধারণ সর্দি-জ্বর ও কাশিতে আক্রান্ত  ভেবে পরীক্ষা বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না অনেকে। তাই স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বাড়ি বাড়ি রোগীর খোঁজ রাখতে বলা হয়েছে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের।মাইকিংয়ের মাধ্যমে এ বিষয়ে প্রচারণা চালোনোর কথাও বলা হয়েছে তাদের।

বর্তমানে দেশে সংক্রমণ ও মৃত্যু কমেছে উল্লেখ করে খুরশীদ আলম বলেন, দ্বিতীয় ঢেউ সামাল দিতে  স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। সবাইকে দেয়ার জন্য টিকা আমদানি অব্যাহত রেখেছে সরকার। এখন ১৮ বয়সী শিক্ষার্থীরাও এ টিকা নিতে পারবেন।

সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বৃহস্পতিবার চার দিনের সফরে রংপুর বিভাগে  গেছেন খুরশীদ আলম। সফরকালে বিভাগটির কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার হাসপাতালগুলো পরিদর্শন ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর