গত ২৪ ঘণ্টায় দেশে ২৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শনাক্তদের বেশিরভাগই ঢাকায় বসবাস করেন।এনিয়ে চলতি আগষ্ট মাসে ৬ হাজার ৯১১ জন, চলতি বছরে এখন পর্যন্ত ৯ হাজার ৫৬৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত মারা গেছেন ৪১ জন ডেঙ্গু রোগী। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এসব জানা গেছে।
কন্ট্রোল রুম জানায়, ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২১৪ জন ঢাকার ও বাকি ৫১ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগের বাসিন্দা। মৃতদের মধ্যে ২৯ জন আগস্টে, বাকিরা জুলাই মাসে মারা গেছেন। বর্তমানে ১ হাজার ১১১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে ৯৬৭ জন ঢাকায় ও বাকি ১৪৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরে হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৪১৫ জন।
এমকে