বগুড়া প্রতিনিধি:
যমুনা নদীর বগুড়ার সারিয়াকান্দি মথুরাপাড়ার পয়েন্টের পানি শনিবার বিপৎসীমার ২২ দশমিক ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার বিকাল ৫টায়ও প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে।এদিকে লোকালয়ের খাল-বিলে বর্ষার পানি ঢুকে পড়ায় নদীর তীরবর্তী মানুষেরা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন।স্থানীয় আশ্রয়কেন্দ্রে গিয়েও অবস্থান নিয়েছেন কেউ কেউ। তবে কোনো নিম্নাঞ্চল প্লাবিত হয়নি বলে পানি উন্নয়ন বোর্ড সূত্র নিশ্চিত করেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শুক্রবার সকাল ৬টায় ও ৯টায় যমুনা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, দুপুর ১২টায় প্রবাহিত হয় বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে।শনিবার সকাল ৯টায় প্রবাহিত হয় ২২ দশমিক ১১ সেন্টিমিটার ওপর দিয়ে।
সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী তীরবর্তী পারতিতপরল গ্রামের শাহাদত জামান ও মাহি জানান, যমুনার পানি বাড়ছে। গতকাল বিকাল থেকেই পুকুর ও খাল-বিলে পানি ঢুকতে শুরু করেছে। সারিয়াকান্দিতে দায়িত্বে থাকা গেজ রিডার পরশুরাম জানান, যমুনা নদীতে পানির উচ্চতা শুক্রবার দুপুরে ছিল ১৮ দশমিক ৭৯ মিটার।
বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার তথ্য নিশ্চিত করে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, কয়েক দিন ধরেই যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে।
দীপক কুমার সরকার/এমকে