মন্তব্য
প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি। সেমিফাইনালে জয়ের নায়ক রোমেলু লুকাকু জালের দেখা পান শিরোপা লড়াইয়ের মঞ্চেও। দ্রুত সমতা টেনে লড়াই জমিয়ে তোলে পালমেইরাস।
আবুধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে শনিবারের ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। জয়সূচক গোলটি করেন কাই হার্ভাটজ।
এর আগেও একবার প্রতিযোগিতাটির ফাইনালে খেলেছিল চেলসি। ২০১২ সালের আসরে আরেক ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ইংলিশ দলটির।