সোয়া ৫৫ কোটি টাকার ক্ষতি বাগেরহাটের মাছ চাষীদের

২৮ অগাস্ট ২০২১

বাগেরহাট প্রতিনিধি:

গত দেড় বছরে প্রাকৃতিক দূর্যোগে বাগেরহাটের মাছ চাষীদের ৫৫ কোটি ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছে জেলা মৎস্য অধিদফতর। তবে ক্ষয়ক্ষতির পাশাপাশি ইতিবাচক তথ্যও দিয়েছে অধিদফতরটি।

তথ্য অনুযায়ী, গত অর্থবছরে খুলনা বিভাগে মোট উৎপাদিত মাছের ১৭ শতাংশ উৎপাদিত হয়েছে এ জেলায়। এক লাখ ২১ হাজার ৬০১ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। এছাড়াও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জেলা মৎস্য বিভাগের ইতিবাচক ভূমিকা রয়েছে।

২০২০ সালের মে মাসে ঘূর্ণিঝড় আম্পানে ৫ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয় মাছ চাষীদের। আম্পানের পাঁচ মাস পড়ে অক্টোবরে অতিবৃষ্টিতে ৫ কোটি ৩৯ লাখ টাকার, চলতি বছরের মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় ইয়াসে প্রায় ১০ কোটি টাকার, জুলাই-আগস্টে দুই দফায় অতিবৃষ্টি ও প্রবল জোয়ারে ৩৪ কোটি ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মৎস্য বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ.এস.এম রাসেল, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার প্রমুখ। সভায় চিংড়িসহ বিভিন্ন মাছ চাষের নানা বিষয়ে আলোচনা হয়।

 

নূরুজ্জামান শেখ/এমকে

 


মন্তব্য
জেলার খবর