বিভিন্ন স্থানে সাংবাদিকদের সঙ্গে মৎস্য বিভাগের মতবিনিময়

২৮ অগাস্ট ২০২১

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার পাবনার চাটমোহরসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংশ্লিষ্ট মৎস্য অধিদফতরের কর্মকর্তারা। সভায় এ সপ্তাহ সফল, অবৈধ জালে মাছ শিকার, রেণু রক্ষা ও মাছ চাষীদের নানা সঙ্কট নিয়ে আলোচনা হয়। সপ্তাহের উল্লেখযোগ্য কর্মসূচী হচ্ছে- পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য আইন সম্পর্কে সচেতনতামূলক প্রচার-প্রচারনা, জেলেদের মাঝে প্রণোদনা ও পুরস্কার বিতরণ। এবার এ সপ্তাহের (২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর) প্রতিপাদ্য 'বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি।' বিস্তারিত আমাদের প্রতিনিধিদের খবরে...

 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: সিনিয়র মৎস্য কর্মকর্তার দফতরে সভায় এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচী ও করণীয় বিষয় তুলে ধরেন উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.শরিফুল ইসলাম। তিনি বলেন, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ, টেকসই ও নিরাপদ মৎস্য সম্পদ উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি,জলজ পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ  ও মৎস্য সংরক্ষণ আইন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। করোনার কারণে এবার ভিন্নভাবে উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান প্রমূখ।

শেরপুর প্রতিনিধি জানান, জেলা মৎস্য অধিদফতরের আয়োজনে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা হয়েছে।সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় জেলার ৫ জন সফল মাছ চাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি পরীক্ষা, পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণের বিষয়ে প্রান্তিক পর্যায়ে মাছ চাষী ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক।বক্তব্য দেন- শেরপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সভাপতি আসাদুজ্জামান মোরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, আটঘরিয়া উপজেলা মৎস্য দফতর কক্ষে এ মতবিনিময় সভা হয়। সভায় এ সপ্তাহের বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন- আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, রিপোর্টাস ইউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ শাফিউল্লাহ শফি, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক আমজাদ হোসেন প্রমূখ।

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, উপজেলা অফিসার্স ক্লাবে মতবিনিময় সভায়   মৎস্য সপ্তাহ উদযাপন নিযে কথা বলেন উপজেলা মৎস্য অফিসার মো: আরিফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সরকার অরুণ যদুসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর