চোরাগলির মাধ্যমে ক্ষমতায় যেতে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে এখনো ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শীর্ষক সেমিনারে এ প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেমিনারের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন।
ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতি যারা সহ্য করতে পারে না, তারাই ষড়যন্ত্রের চোরাগলির মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে। বিএনপির কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা জনসমর্থন না পেয়ে ষড়যন্ত্রের পথে হাঁটছে, দেশ-বিদেশে মিটিং, লবিস্ট নিয়োগ এবং অর্থ বিনিয়োগ করে বজায় রেখেছে ষড়যন্ত্রের ধারাবাহিকতা।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি একে আজাদ। আরো বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমূখ।
এমকে