আফগান জনগণের পক্ষে থাকবে ইরান

২৯ অগাস্ট ২০২১

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, আমরা আফগান জনগণের পক্ষে রয়েছি। কারণ সরকারগুলো অতীতের মত আসবে ও যাবে কিন্তু আফগান জনগণ চিরকালই থাকবে। 

তিনি বলেন, আফগানিস্তানের সংকট ও সমস্যা মার্কিনিদের কাজ যারা এই দেশটিকে বিশ বছর ধরে দখলে রেখেছে এবং দেশটির জনগণের ওপর নানা ধরনের জুলুম চাপিয়ে দিয়েছে। মার্কিন সরকার এমন এক হিংস্র নেকড়ে যা মাঝে মধ্যে ধূর্ত শিয়ালে পরিণত হয়। আফগানিস্তানের বতর্মান পরিস্থিতি এর একটি দৃষ্টান্ত।

তিনি আরো বলেন, মার্কিন সরকার আফগানিস্তানের উন্নতির জন্য একটিও পদক্ষেপ নেয়নি এবং বর্তমানে এই দেশটি জনকল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে বিশ বছর আগের তুলনায় পিছিয়ে না থাকলেও এগিয়েও নেই! 

পার্সটুডে


মন্তব্য
জেলার খবর