পানি বাড়তে পারে ৭ দিন

নিম্নাঞ্চল প্লাবিত ১২ জেলায়

২৯ অগাস্ট ২০২১

উজানের ভারী বৃষ্টিপাতে পানি বাড়ছে দেশের নদ-নদীগুলোতে । পরিস্থিতি এমন থাকতে পারে আরো সাত দিন। এদিকে দেশের ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।এসব অঞ্চলের বন্যা পরিস্থিতি ২৪ ঘণ্টায় আরো অবনতি হতে পারে। আর নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে যমুনা ও তিস্তার পাড়বর্তী কিছু এলাকা। বেশ কয়েকটি পয়েন্টে নিচ দিয়ে গেলেও বিভিন্ন পয়েন্টের পানি এখনো বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত যাছে। শনিবার এমন তথ্যই জানিয়েছে বন্যা ও পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ও আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা।

নিমাঞ্চল প্লাবিত জেলাগুলো হচ্ছে- কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরিয়তপুর এবং চাঁদপুর। এসব জেলার বানভাসী মানুষের দুর্ভোগ বেড়েছে নানা কারণে। বিশুদ্ধ খাবার পানির সঙ্কট দেখা দিয়েছে। ভেঙ্গে গেছে স্যানিটেশন ব্যবস্থাও।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, যমুনার বাহাদুরাবাদ (২ সেন্টিমিটার), সারিয়াকান্দি (২২ সেন্টিমিটার), কাজিপুর (১৭ সেন্টিমিটার), দুধকুমার নদীর পাটেশ্বরী (১৫ সেন্টিমিটার) ও ধরলা নদীর কুড়িগ্রাম (৩২ সেন্টিমিটার) পয়েন্টের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগের বিপৎসীমার চেয়ে আরো বেড়ে আত্রাই নদীর বাঘাবাড়ি পয়েন্টে ৩৪ সেন্টিমিটার ও ধলেশ্বরীর এলাসিন পয়েন্টে ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তবে আগের বিপৎসীমার চেয়ে কিছুটা কমে পদ্মার গোয়ালন্দ পয়েন্টে ৪৩ সেন্টিমিটার, সুরেশ্বর পয়েন্টের ২৫ সেন্টিমিটার, যমুনা নদীর মথুরা পয়েন্ট ২ সেন্টিমিটার, আরিচা পয়েন্টে পানি ১ সেন্টিমিটার ও মেঘনার চাঁদপুর পয়েন্টে ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আগে ওপর দিয়ে গেলেও এখন পদ্মার ভাগ্যকূল ও গড়াই নদীর কামারখালি পয়েন্টের পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা বাদে গঙ্গার সঙ্গে পানি কমছে উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার অন্য নদ-নদীর।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় তাদের স্টেশনগুলোর মধ্যে ডালিয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে- ৫৭ মিলিমিটার। আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা লঘুচাপ ও দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু দেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এর প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাসহ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়।

এমকে


মন্তব্য
জেলার খবর