রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৮ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় চার হাজার ৮৩৮ জনের দেহে এ রোগ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৮৫। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থতা ফিরে পেয়েছেন ১৩ হাজার ৮৫৩ জন। রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৮১৯ জন, সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৯৮টি। শনাক্তের হার ১৪ দশমিক ৭০।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩২ হাজার ৫০৩টি,পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৫৭৪টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২০ জন আর নারী আটজন। বিভাগের মধ্যে ঢাকার ১২জন, খুলনার ছয়জন, রাজশাহীর চারজন, চট্টগ্রাম ও রংপুরে দুইজন করে আর বরিশাল ও সিলেটে একজন করে আছেন। সরকারি হাসপাতালে ২৩ জন আর বেসরকারি হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এমকে