কৃষির এডিপি বাস্তবায়ন ৯৯ ভাগ

২৯ অগাস্ট ২০২১

গেল অর্থবছরে বাস্তবায়িত এডিপির ধারা আগামীতে অব্যাহত রাখতে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে আহবান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। জানিয়েছেন, গেল অর্থবছরে জাতীয় গড় অগ্রগতির চেয়ে ১৭ শতাংশ বেশি এডিপি বাস্তবায়ন হয়েছে এ মন্ত্রণালয়ে - ৯৯ ভাগ। রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ আহবান জানান।

প্রকল্প বাস্তবায়নে জড়িতদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে নেয়া প্রকল্পগুলো অত্যন্ত স্বচ্ছতা ও মানসম্পন্নভাবে শতভাগ বাস্তবায়নে কাজ করতে হবে।কেনাকাটায় অস্বচ্ছতা, অযৌক্তিক দাম নির্ধারণ বা কোনো রকম দুর্নীতি হলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

সভায় জানানো হয়, চলতি অর্থবছরে ৭০টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, এ জন্য বরাদ্দ দেয়া ২ হাজার ৯৫৮ কোটি টাকা।এর মধ্যে বেশি বরাদ্দ দেয়া হয়েছে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে- ৬৮০ কোটি টাকা। গত অর্থবছরে প্রকল্প ছিল ৮৫টি, এর মধ্যে ১৫টি প্রকল্প সমাপ্ত হয়েছে। বরাদ্দ ছিল ২ হাজার ৩১২ কোটি টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে ২ হাজার ২৫৫ কোটি টাকা (প্রায় ৯৯শতাংশ)।

এমকে


মন্তব্য
জেলার খবর