মন্তব্য
‘মানিকে মাগে হিতে’ গানটি দিয়ে নেটদুনিয়ায় ভাইরাল শ্রীলঙ্কান সঙ্গীতশিল্পী ইয়োহানি ডিলোকা ডি সিলভা।
সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিতে’ গানটির তামিল, মালয় ও বাংলা সংস্করণও বের হয়েছে।
গান গাওয়ার পাশাপাশি গান লেখেন ইয়োহানি। তার বয়স মাত্র ২৮ বছর। বাদ্যযন্ত্রের ব্যবসাও রয়েছে ইয়োহানির।