শ্বশুরের এলাকা থেকে ইয়াবা এনে বিক্রি করতো সবুজ

১৩ ফেব্রুয়ারী ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
বিয়ে করেছে কক্সবাজার এলাকায়, সেই সূত্রে সেখান থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতো সাদ্দাম হোসেন সবুজ। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতেও বিক্রি করছিল, এমন সময় খবর পেয়ে ইয়াবার ছোটখাটো একটি চালানসহ তাকে আটক করে পুলিশ। সবুজের বাড়ি পাবনার চাটমোহরের ভাদরা ঢাকাইয়াপাড়া গ্রামে, নজরুল ইসলাম তার বাবা। আটকের পর সবুজ সম্পর্কে এমন তথ্য দিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিজের বাড়িতে বসেই ইয়াবা বেচাকেনা করছে সবুজ- এমন তথ্য গোপন সূত্রে পায় তারা। এরপরই তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দেহ তল্লাশিকালে তার পরিধানের পোশাকের পকেট থেকে ৪শ’ পিস ইয়াবা পাওয়া যায়।

চাটমোহর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সবুজ চিহ্নিত মাদক কারবারী। এর আগেও তাকে আটক করেছে পুলিশ। ৪শ’ পিস ইয়াবাসহ তাকে আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর