ভবিষ্যৎ বংশধরকে সত্যিকারের একটা স্বাধীন ও সার্বভৌম দেশ দিতে চাইলে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশের বাকি সব মানুষকেও জোটবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের স্মরণে এ সভা হয়। আয়োজন করে ‘শত নাগরিক’ জাতীয় কমিটি।
মির্জা ফখরুল বলেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে একটা দানবীয় শক্তি সবকিছু তছনছ করে দিচ্ছে, একটা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করেছে। তাই কোনো বিকল্প নেই এখন রাস্তায় নেমে আসা ছাড়া। তিনি জানান, এটা শুধু রাজনৈতিক দল নয়, সবাইকে নেমে আসতে হবে। কারণ প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন, কেউ বাদ পড়ছেন না।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী। বক্তব্য দেন- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক লুতফর রহমান, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক শামসুল আলম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
এমকে