ক্ষতি হচ্ছে শিক্ষাজীবনের

৩০ অগাস্ট ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে- অনেকদিন ধরেই এ কথা বলছেন সাধারণ শিক্ষার্থী-অভিভাকসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত বিএনপি। এবার খোদ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও অকপটে স্বীকার করেছেন, এ ক্ষতির কথা। তবে বলেছেন, শিক্ষার্থীদের এবং তাদের পরিবারের বয়োজ্যেষ্ঠদের জীবন বাঁচাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। আর এ পদক্ষেপ করোনার সংক্রমণ রোধে সারাবিশ্বের স্বীকৃত প্রক্রিয়ার একটি অংশ।

করোনার সংক্রমণের বিস্তার রোধকল্পে গত বছরের মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরবর্তীতে বিভিন্ন সময় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি ওঠে সাধারণ শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের পক্ষ থেকে। আর দেইদেই করে শিক্ষাপ্রতিষ্ঠান এখানো খুলে দেয়নি সরকার।এমন পরিস্থিতিতে শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির তরফ থেকে দাবি করা হয়- সরকার পতনের আন্দোলন ঠেকাতে, আন্দোলনের ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। এমন দাবির প্রতিক্রিয়ায় এ ক্ষতিসহ শিক্ষাপ্রতিষ্ঠান প্রসঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী।রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি তুলে ধরেন তিনি।

ওবায়দুল কাদের জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার সব সময় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করছে, উন্নত দেশগুলোর নেয়া প্রক্রিয়া অনুসরণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। তিনি জানান, সরকার শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরিয়ে আনার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু একটি মতলবি মহল এ প্রচেষ্টাকে নস্যাৎ করতে শিক্ষা প্রতিষ্ঠান-কেন্দ্রিক অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টিতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগ দেশ ও গণতন্ত্রবিরোধেী কোনো ষড়যন্ত্রকে ভয় করে না। যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়ার রাজনৈতিক শক্তি তাদের রয়েছে-যোগ করেন ওবায়দুল কাদের।

 

এমকে


মন্তব্য
জেলার খবর