লেনদেন কমেছে ৩৮০ কোটির বেশি টাকা

৩০ অগাস্ট ২০২১

আগের কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায় রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  লেনদেন কমেছে ৩৮০ কোটি ৭৪ লাখ টাকা। একই সঙ্গে তিন সূচকের সবগুলোরই পতন হয়েছে। বাজার মূলধন কমেছে দুই হাজার ৭২৯ কোটি টাকা। সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর কমে যাওয়া কারণ।

লেনদেন হয় মোট ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট।  এর মধ্যে দর কমেছে ২১৫টির, বেড়েছে ১৩১টির  এবং অপরিবর্তিত ছিল বাকি ২৯টির।লেনদেন হয় এক হাজার ৮৪৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল দুই হাজার ২২৭ কোটি ৬৪ লাখ টাকা।

রোববার ‍তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ২৭ দশমিক ৭১ পয়েন্ট কমে ছয় হাজার ৮২৩ দশমিক ৬০ পয়েন্টে, ডিএসইএস ২ দশমিক ৯৪ পয়েন্ট এক হাজার ৪৮৪ দশমিক ২৫ পয়েন্টে ও ৯ দশমিক ৯৫ পয়েন্ট কমে দুই হাজার ৪৪৩ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করে ডিএস৩০ সূচক। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৫৪ হাজার ৭৭৯ কোটি টাকায়। লেনদেনে টাকার অঙ্কে  বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে  আজিজ পাইপস লিমিটেড শীর্ষে উঠে আসে। বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানিটির  শেয়ার লেনদেন হয় ১০৬ কোটি ৫৮ লাখ টাকার। আজিজ পাইপস লিমিটেডের ৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পায়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর