আজ শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ। আজকের এই দিনে কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের কোল আলো করে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মাম্বলম্বীদের কাছে তাই আজ উৎসবের দিন।
হিন্দু ধর্ম মতে, পৃথিবী যখন দুরাচারীদের দ্বারা ভরে গেল। সব জায়গায় কেবল দুষ্টু মানুষের জয়জয়কার। সমাজে অন্যায় অপকর্ম বেড়ে গেল। নির্যাতিত মানুষের আহাজারিতে আকাশ বাতাশ ভারী হয়ে উঠল। ঠিক তখন পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন করে পৃথিবীকে রক্ষা করতে শ্রীকৃষ্ণের আগমণ ঘটে।
হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উত্সবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। সারাদেশের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞের আয়োজন করা হয়েছে।