৯৪ করোনা রোগীর প্রাণহানি

৩০ অগাস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৪ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা  শনাক্ত হয়েছে তিন হাজার ৭২৪ জনের। শনাক্তের হার ১২ দশমিক শূন্য সাত।করোনা থেকে  সুস্থ হয়েছেন ছয় হাজার ১৮৬ জন।সোমবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনের। এর মধ্যে মারা গেছেন ২৬ হাজার ১০৯ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন। ৮৯ লাখ ২৪৮টি নমুনা পরীক্ষা  হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৮২ ।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ৩১ হাজার ৩৮৩টি,পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৮৫৫টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৫ জন,নারী ৪৯ জন। বিভাগের মধ্যে ঢাকার ৪৩ জন, চট্টগ্রামের ২৭ জন, রাজশাহীর  ছয় জন, খুলনার পাঁচ জন, বরিশাল ও রংপুরের একজন করে, সিলেটের সাত জন ও ময়মনসিংহের বিভাগের  চার জন। সরকারি হাসপাতালে ৭৬ জন,  বেসরকারি হাসপাতালে ১৭ জন ও বাকি একজন বাড়িতে মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর