ভারী বৃষ্টির সম্ভাবনা

৩০ অগাস্ট ২০২১

সামনের কয়েকদিন দেশের কোথাও কোথাও থেমে থেমে  ভারী বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় হতে পারে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। সাগরে সৃ্ষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাব এর কারণ। এদিকে  আকাশে সৃষ্ট মেঘে বৃষ্টি না হওয়ায় বিভিন্ন এলাকায় দিনের বেলায় গুমোট গরম অনুভূত হচ্ছে। পূর্বাভাসে সোমবার এমন তথ্য জানিয়েছে  আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে,যেটা বর্তমানে ভারতের দক্ষিণ ছত্তিশগড় এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে।  আর মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ  বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ বায়ু  উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।  গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে  সবচেযে বেশি বৃষ্টি হয়েছে- ৪৮ মিলিমিটার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর