শেরপুর প্রতিনিধি:
শেরপুরে পরিবহন শ্রমিকদের দুটি সংগঠনের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে পণ্যবাহী সব যানবাহন বন্ধ ও কর্মবিরতি শুরুর হুঁশিয়ারি দেয়া হয়েছে। রোববার রাতে জরুরি বৈঠকে শেষে দ্বন্দ্ব নিরসনে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন শেরপুরে জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশন ও জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতারা। বেসিক ট্রেড ফেডারেশনের আওতায় ২৪টি শ্রমিক সংগঠন রয়েছে। সভায় সভাপতিত্ব করেন ওই সংগঠনের সভাপতি আরিফ রেজা।
আরিফ রেজা জানান, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর তাদের সংগঠনের নির্বাচনের পর পরাজিত ২/৩ জন প্রার্থী স্বল্প সংখ্যক শ্রমিক নিয়ে শেরপুরে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন নামের আরেকটি সংগঠনের কার্যক্রম শুরু করে। এ নিয়ে সংগঠন দুটির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। দ্বন্দ্ব নিরসনের আশায় বিভিন্ন দফতরে অভিযোগ ও একাধিকবার অবরোধ কর্মসূচী করা হয়। প্রতিবার প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। কিন্তু পরাজিত প্রার্থীদের সংগঠনটির কার্যক্রম বন্ধ কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তাই পরবর্তী করণীয় ঠিক করতে রোববার রাতে সভা করেন তারা।
সভায় বক্তব্য দেন- জেলা ট্রাক মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব দুলাল মিয়া, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক হোসেন আলী, উপদেষ্টা রুকনুজ্জামান রঞ্জুসহ শ্রমিক সংগঠনগুলোর নেতারা।
তারিকুল ইসলাম/এমকে