বর্তমান সরকারের সমযে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বলেছেন,গুমের শিকার ব্যক্তিদের অবশ্যই ফিরিয়ে দিতে হবে। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় জবাব দিতে হবে, জনগণের আদালতে বিচার হবে আপনাদের (সরকার)। কারণ, গুমের শিকার ব্যক্তিদের খুঁজে দেয়ার দায়িত্ব সরকারের। সোমবার রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, তাদের ক্ষমতা দখলের পর থেকে এ গুম কথা চালু হয়েছে, আগে গুম শব্দটা মানুষের কাছে পরিচিত ছিল না। তিনি জানান, যারা একটু প্রতিবাদী, সচেতন; গণতান্ত্রিক অধিকার আদায়ে যখন আন্দোলন করে, তখন তাদের তুলে নিয়ে যাওয়া হয়। অথচ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গেলে বলা হয়- তারা কিছুই জানে না । স্তব্ধ করে দেয়ার জন্যই তুলে নিয়ে গুম করে দেয়া হয় তাদের।যাদের ৮ থেকে ১০ বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের পরিবারগুলোর দায়িত্ব কে নেবে? প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। এ গুমের সংস্কৃতি বন্ধ করতে সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করতে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।
এমকে