সাড়ে ৭ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত ৩০ দিনে

৩০ অগাস্ট ২০২১

চলতি আগস্ট মাসের ৩০ দিনে  ৭ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে দেশে। একক মাসের হিসেবে চলতি বছরের আগের কোনো মাসে এত রোগী শনাক্ত হয়নি। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগী পাওয়া গেছে ১০ হাজার ৯০ জন, মারা গেছেন ৪১ জন। আক্রান্তদের বেশিরভাগের বসবাস ঢাকায়। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এসব জানা গেছে।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার ২১৩ জন ও ঢাকার বাইরে ২০ জন রয়েছেন। বর্তমানে ১ হাজার ১৫০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে এক হাজার ৪ জন ও  ঢাকার বাইরে অন্য বিভাগে রয়েছেন ১৪৬ জন। চলতি বছরে হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮৯৫ জন। মারা যাওয়াদের মধ্যে ৩০ জন  আগস্টে, বাকিরা তার আগের মাস জুলাইয়ের ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর