আমরা শুধু পরস্পরের খুঁত ধরতাম : রুবিনা

৩১ অগাস্ট ২০২১

আমরা মন থেকেই আমাদের সম্পর্ককে আরেকটা সুযোগ দেবার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা বুঝতে পেরেছিলাম আমাদের সমস্যাটা কোথায়, আমরা শুধু পরস্পরের খুঁত ধরতাম।

টিভি অভিনয়শিল্পী অভিনব শুক্লা সম্পর্কে এক সাক্ষাতকারে রুবিনা দিলায়েক এসব কথা জানান।

তিনি আরো বলেন,  আমরা বুঝতে পেরেছিলাম আমাদের বিবাদের সূত্রপাত কিভাবে হয়।’ 


মন্তব্য
জেলার খবর