বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

৩১ অগাস্ট ২০২১

গঙ্গা ও দেশের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি কমলেও পরবর্তী ২৪ ঘণ্টায় ১০ জেলায় প্লাবিত নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। আর বেশ কয়েকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে কিছু এলাকা প্লাবিত হতে পারে। পদ্মা ও যমুনাসহ বেশ কয়েকটি নদীর পানি এখন বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহতি হচ্ছে।ভারী বৃষ্টির কারণে পানি বাড়ছে। সোমবার এমন তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে প্লাবিত এলাকায় দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের, বিশেষত বিশুদ্ধ পানির সঙ্কট ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়া নিয়ে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, জেলা ১০টি হচ্ছে- কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা  মানিকগঞ্জ, রাজবাড়ী এবং ফরিদপুর।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়,  এ সময়ে বাড়তে পারে ব্রহ্মপুত্র নদ, পদ্মা, মনু ও খোয়াই নদীর পানি। এখন স্থিতিশীল থাকলেও পরের ৪৮ ঘণ্টায় যমুনার  পানির উচ্চতা বাড়তে পারে। বিপৎসীমার দিক দিয়ে যমুনার মথুরা পয়েন্টে পানি ২  থেকে বেড়ে ৬ সেন্টিমিটার, আরিচা পয়েন্টে ১ থেকে বেড়ে ৫ সেন্টিমিটার,বাহাদুরাবাদ পয়েন্টে ২ থেকে বেড়ে ১৪, সারিয়াকান্দি পয়েন্টে ২২ থেকে বেড়ে ৩২, কাজিপুর পয়েন্টে ১৭ থেকে বেড়ে ৩১ সেন্টিমিটার ও  নতুনভাবে ফুলছড়ি পয়েন্টে ১০, সিরাজগঞ্জ পয়েন্টে ৩৪ আর পোড়াবাড়ি পয়েন্টে ৭ সেন্টিমিটার, আত্রাই নদীর বাঘাবাড়ি পয়েন্টে ৩৪ থেকে বেড়ে ৪০ সেন্টিমিটার, ধলেশ্বরীন এলাসিন পয়েন্টে ৩৫ থেকে বেড়ে ৪৫ সেন্টিমিটার এবং ধরলার কুড়িগ্রাম পয়েন্টে ৩২ থেকে বেড়ে ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পদ্মার গোয়ালন্দ পয়েন্টে ৪৩ থেকে বেড়ে ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিপৎসীমার নিচে নেমে গেছে সুরেশ্বর ও ভাগ্যকুল পয়েন্টের পানি। সেই সঙ্গে বিপৎসীমার নিচে নেমেছে মেঘনার চাঁদপুর পয়েন্ট ও দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টের পানি।

বৃষ্টিপাত সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, তাদের স্টেশনগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে মৌলভীবাজার- ৯৩ মিলিমিটার। আর  ভারতের স্টেশনগুলোর মধ্যে আইজলে- ২৫ মিলিমিটার।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর