কাল থেকে সুন্দরবন ঘুরে দেখতে পারবেন পর্যটকরা

৩১ অগাস্ট ২০২১

বাগেরহাট প্রতিনিধি:

পাঁচমাস পর আগামীকাল বুধবার (০১ সপ্টেম্বর) থেকে স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবন ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। করোনা সংক্রমণের বিস্তার রোধকল্পে আরোপিত বিধিনিষেধের আওতায় এতদিন এ বনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। সরকারের নির্দেশনা অনুযায়ী বনটি পর্যটকদের  জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের ইকো-টুরিজম করমজল বন্যপ্রাণী  প্রজনন কেন্দ্রে ভারপ্রাপ্ত  কর্মকর্তা আজাদ কবীর।

এদিকে বনের ইকো-টুরিজম করমজল কেন্দ্রসহ নানা দর্শনীয় স্থান ভ্রমণ উপযোগী করতে ব্যস্ত সময় পার করছেন বনরক্ষীরা। ৩ এপ্রিল নিষেধাজ্ঞাটি জারি করা হয়। আজাদ কবীর জানায়, সুন্দরবনে প্রবেশে সামাজিক দরত্ব, মাস্ক পরিধানসহ নানা বিধিনিষেধ মানতে হবে পর্যটকদের। দর্শনার্থীদের যাতে কোন সমস্যা না হয়, সে দিকেও সজাগ দৃষ্টি রয়েছে বন বিভাগের।

 

নুরুজ্জামান শেখ/এমকে


মন্তব্য
জেলার খবর