নীলফামারী প্রতিনিধি:
ডিমলায় তিস্তা নদীর একটি বাঘাইড় মাছ বিক্রি করে ৩ হাজার ৪শ টাকা লাভ করেছেন তারা মিয়া নামের এক মাছ ব্যবসায়ী। সোমবার ৩৪ কেজি ওজনের মাছটি কেটে ভোক্তার কাছে ১২শ’ টাকা কেজি দরে বিক্রি হয় ডিমলা সদরের বাজারে। তার আগে তিস্তা নদীর সেচ ক্যানেলের নীলসাগর নামক এলাকায় স্থানীয় জেলেদের জালে আটকা পড়ে বাঘাইড়টি। এর আগে এ এলাকায় এত ওজনের বাঘাইড় না পাওয়ায় মাছটি এক নজর দেখতে মানুষ ভিড় জমায়।
তারা মিয়া বলেন, জেলেদের কাছে থেকে মাছটি ১১শ’ টাকা কেজি দরে কেনা হয়েছিল। চাহিদা ব্যাপক থাকলেও এ রকম মাছ পাওয়া যায় না।ক্রেতাদের মধ্যে মুগ্ধ নামের একজন জানান, সবসময় এত বড় মাছ পাওয়া যায় না, তাই খবর পেয়ে এখানে এসে এক কেজি মাছ কিনেছি ১২ শ’ টাকা দরে। আমার মতো অনেকেই কিনছেন এ মাছ। হিসাবে দেখা গেছে, জেলেরা মাছটির দাম পেয়েছেন ৩৭হাজার ৪০০ টাকা।
মহিনুল ইসলাম সুজন/এমকে