দুবাই ফেরত যাত্রীর লাগেজে মিললো ২৫২ কার্টন বিদেশি সিগারেট

৩১ অগাস্ট ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত আনিসুল ইসলাম নামের এক যাত্রীর লাগেজ থেকে ২৫২ কার্টন বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করেছে এনএসআই টিম। বুধবার সকাল ১০টার দিকে উদ্ধার করা এসব সিগারেটের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা। আনিসুল ইসলামের বাড়ি জেলার লোহাগাড়ার উপজেলায়।

জানা গেছে,বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের ছাত্রী ছিলেন আনিসুল ইসলাম। বিমানবন্দরে বিধি মোতাবেক অন্যান্য যাত্রীর মতো তার লাগেজও তল্লাশি করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম। এ সময় তার লাগেজে মেলে সারি সারি ২৫২ কার্টনে ভরা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট। বৈধ কাগজপত্র না থাকায় এসব সিগারেট জব্দ করা হয়েছে।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, সকাল ৭টা ১০ মিনিটে ফ্লাইটি বিমানবন্দরে অবতরণ করে। সিগারেটগুলোর মধ্যে মন্ড, ডানহিলসহ বিভিন্ন বিদেশি নামকরা ব্র্যান্ড রয়েছে।সিগারেটগুলো বিমানবন্দরের কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর