শনাক্ত ছাড়ালো ১৫ লাখ

৩১ অগাস্ট ২০২১

দেশে সরকারি হিসাবে করোনা রোগী শনাক্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে গত ২৪ ঘণ্টায়। গত ২৪ ঘণ্টার সংখ্যাসহ শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১৮ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩৫৭ জনের। মারা গেছেন ৮৬ জন করোনা রোগী।শনাক্তের হার ১১ দশমিক ৯৫। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন।

স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে থেকে মারা গেছেন ২৬ হাজার ১৯৫ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।  নমুনা পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ২৮ হাজার ৩৪৫টি। শনাক্তের হার ১৬ দশমিক ৮১।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ২৭ হাজার ৬৭৩টি, পরীক্ষা হয়েছে ২৮ হাজার ৯৭টি। মৃতদের মধ্যে পুরুষ ৪৬ জন, বাকিরা নারী- ৪২ জন। বিভাগের মধ্যে ঢাকার ২২ জন, চট্টগ্রামের ১৯ জন, রাজশাহীর ১২ জন, ময়মনসিংহের ২ জন, খুলনার ১৫ জন, বরিশালের ৫ জন, সিলেটের ৯ জন ও রংপুরের পাঁচ জন। সরকারি হাসপাতালে ৭৪ জন, বেসরকারি হাসপাতালে ১১ জন এবং বাড়িতে একজন মারা গেছেন ।

এমকে


মন্তব্য
জেলার খবর