মন্তব্য
আগামীকাল বুধবার শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। অধিবেশনে নতুন ৩টিসহ ১৫টি বিল নিষ্পত্তি হতে পারে বলে আশা করা হচ্ছে। করোনার কারণে মাত্র চার কার্যদিবস চলবে অধিবেশন।এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এ অধিবেশন আহবান করেন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে। অধিবেশনে কঠোরভাবে মানা হবে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি।
প্রথম দিনে বিকাল ৫টায় অধিবেশন শুরুর কথা রয়েছে। করোনার কারণে অধিবেশনে সাংবাদিকরা প্রবেশের অনুমতি পাবেন না। অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। ১৫টি বিল সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
প্রসঙ্গত, এ সংসদের সবশেষ অধিবেশন শেষ হয় গত ৩ জুলাই। এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেক অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে সংবিধানে।
এমকে