পদ্মাসেতুতে আগে দেয়া ফেরির ধাক্কাগুলোকে নিছক দুর্ঘটনা বললেও ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’র ধাক্কার ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেছেন, সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে বলা হয়েছে ঘটনাটি গভীরভাবে তদন্ত করতে, ঘটনার কারণ অবশ্যই উদঘাটন করতে হবে। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী খালিদ।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এত সকাল বেলা ঘটনা, ভিডিওতে দেখা যাচ্ছে- ‘মাস্তুল’ বাড়ি খেয়ে পড়ে গেলো। কিন্তু ওখানে গিয়ে কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, ঘঁষার কোনো চিহ্ন নেই। তিনি জানান, পদ্মা সেতুর নকশা অনুযায়ী কোনোভাবেই উপরের স্প্যানে আঘাত লাগার কথা নয়। তাহলে এটা কেন হয়েছে? এটার নিবিড় তদন্ত করতে হবে, তদন্ত করলে সব বেরিয়ে আসবে। ঘটনার পেছনে অন্য উদ্দেশ্য আছে কিনা, সেটাও তাদের ভাবিয়ে তুলছে বলে জানান প্রতিমন্ত্রী খালিদ।
ফেরি ধাক্কা দেয়ার আগের ঘটনাগুলো প্রসঙ্গে প্রতিমন্ত্রী খালিদ বলেন, মাস্টার-সুকানিসহ অনেককেই ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু কিছু উদযাটন করা যায়নি, অসৎ উদ্দেশ্য পাওয়া যায়নি। সেগুলো দুর্ঘটনাই ছিল। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
এমকে