করোনার কারণে বন্ধ রাখা শিক্ষাপ্রতিষ্ঠান শিগগিরই খুলে না দেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।বলেছেন, প্রয়োজনে রক্ত দেবো, তবুও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেই ছাড়বো। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে এ মানবন্ধন হয়।
করোনা সংক্রমণের বিস্তার রোধকল্পে আরোপিত বিধিনিষেধের আওতায় বন্ধ সবকিছু খুলে দিলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কারণ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার ষড়যন্ত্র বাস্তবায়নে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না।তাছাড়া কোনো যৌক্তিক কারণ নেই। কারণ করোনা মহামারি আকার ধারণকৃত সব দেশে এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, দেশের বিভিন্ন মহলও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে বলছে। নেতারা আরো বলেন, করোনার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হচ্ছে। তাদের সন্তান নষ্ট হচ্ছে বলে চিন্তিত অভিভাবকরা।
মানববন্ধন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়। আর শিগগিরই প্রতিষ্ঠান খুলে না দিলে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার হুমকি দেয়া হয়। মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
এমকে