বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে ১ কোটি ৯৬ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাতের মামলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগের (কালব্) ম্যানেজার ফরিদ উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মামলা হওয়ার পরেই মোড়েলগঞ্জ উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলায় ফরিদ ছাড়াও ৪ জনকে আসামি করা হয়েছে। টাকাটি কালব’র, স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে তুলে শিক্ষকদের মাঝে ঋণ বিতরণ দেখিয়ে এ টাকা আসামিরা আত্মসাত করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলাটি করেন কালব’র মোড়েলগঞ্জ উপজেলা শাখার চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার।
ফরিদ উদ্দিন যশোরের মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের আমির হোসেনের ছেলে। মোরেলগঞ্জ শাখায় ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। বাকি আসামিরা হলেন- মোরেলগঞ্জের মা-বাবার ঋণ কলেজের অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন (৪৫), বিএসএস দাখিল মাদ্রাসার সহকারি সুপার মো. মুঈন উদ্দিন হিরু (৩৯), রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শেখ নজরুল ইসলাম (৪৫) ও স্থানীয় বাসিন্দা মোঃ আবুল কালাম আজাদ মল্লিক।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারী থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে পরিচালনা পরিষদ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করে এসব টাকা রূপালী ব্যাংকের বারইখালী শাখার এসটিডি-১৩ নং সঞ্চয়ী হিসাব থেকে তোলা হয়। টাকা আত্মসাৎ করতে কালব’র প্রায় ৪০ জন সদস্যের জাতীয় পরিচয় পত্র, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সীল ও স্বাক্ষর জাল করা হয়েছে। সংগঠনটির রেজুলেশন খাতাও নকল করা হয়েছে।
মামলার বাদী আব্দুস সালাম হাওলাদার বলেন, টাকা আত্মসাতের বিষয়টি কালবের কেন্দ্রীয় কমিটিকে জানালে তারা কয়েকবার অডিট করেন। অডিটে বিষয়টির সত্যতা পাওয়ায়, কেন্দ্রীয় কমিটির নির্দেশে মামলা করেছি।
মোড়েলগঞ্জ থানার এসআই সুফল সরকার বলেন, মামলার প্রধান আসামি ফরিদ উদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নূরুজ্জামান শেখ/এমকে