কাবুল ত্যাগ করা শেষ মার্কিন সেনা ক্রিস ডোনাহু

০১ সেপ্টেম্বর ২০২১

 মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক টুইট বার্তায় আফগানিস্তান ছেড়ে যাওয়া শেষ সেনা মেজর জেনারেল ক্রিস ডোনাহুর একটি ছবি পোস্ট করেছে।

এই মার্কিন সেনা সবার শেষে বিমানে ওঠেন। তিনি এয়ারবোর্ন বিভাগের ৮২তম কমান্ডার।

কাবুল থেকে ওই সেনাসহ অন্যদের বহনকারী সি-১৭ বিমানটি সোমবার রাতে কাবুলে অবস্থিত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।


মন্তব্য
জেলার খবর