কিউইদের বিপক্ষে সতর্ক থাকতে বললেন মাহমুদুল্লাহ

০১ সেপ্টেম্বর ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলেছে বাংলাদেশ। ক্রিকেদের পরাশক্তি এই দেশটিকে ৪-১ ব্যবধানে হারিয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডে বিপক্ষে সেই জয়ের পুণরাবৃত্তি করতে মানসিকভাবে প্রস্তুত মাহমুদুল্লাহরা। তবে মানসিকভাবে তুষ্ট না থাকার আহ্বান জানিয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।

 

তিনি বলেন, ‘আমি মনে করি নিউজিল্যান্ড খুবই ভালো দল। তারা এমন একটি দল, যারা নিখুতভাবে হোমওয়ার্ক করে। সর্বদা নিজেদের পরিকল্পনায় থাকার চেষ্টা করে, পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়নের চেষ্টা করে। আমি মনে করি তাদের বিপক্ষে আমাদের নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে।’

 

মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ এসব কথা বলেন। আজ বিকাল ৪টায় কিউইদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। ম্যাচগুলো হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর