বাংলাদেশকে এগিয়ে রাখলেন কিউই অধিনায়ক

০১ সেপ্টেম্বর ২০২১

টাইগাররা সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে মাহমুদুল্লাহরা। অজিদের সর্বনিম্ন রানের আউট করার লজ্জাও দিয়েছে তারা। টাইগারদের বিপক্ষে আজ বিকাল ৪টায় মাঠে নামবে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তাই সতর্ক নিউজিল্যান্ড। বাংলাদেশের উইকেটে সাফল্য পাওয়া কঠিন হলেও সব চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত বলেই জানালেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

 

গতকাল এক সংবাদ সম্মেলনে টম ল্যাথাম বলেন, ‘অবশ্যই সিরিজটি খুব চ্যালেঞ্জিং হবে। আমরা জানি, এই কন্ডিশনে ওরা কতটা ভালো দল। অভিজ্ঞতায় সমৃদ্ধ ওরা। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব সেরা প্রস্তুতি নিতে। এটাই আমাদের হাতে আছে। মাঠে নেমে চেষ্টা থাকবে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা ও দলের জন্য নিজেদের মেলে ধরা। অস্ট্রেলিয়া সিরিজেও দেখেছি ওরা কতটা ভালো। তবে ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

আজ বুধবার বিকেল ৪টায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

 

আরআই


মন্তব্য
জেলার খবর