ম্যান ইউর সাথে চুড়ান্ত চুক্তিতে রোনালদো

০১ সেপ্টেম্বর ২০২১

ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যান ইউ) সাথে চুড়ান্ত চুক্তি সম্পাদন করে ফেললেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর সাথে ২ বছরের চুক্তি সম্পাদন করল ম্যান ইউ। এদিকে কদিন আগেই জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন এই পর্তুগিজ তারকা।

 

ট্রান্সফার ফির বিষয়ে ক্লাবটি কিছু না জানালেও রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেড় কোটি ইউরোতে রোনালদোকে দলে ভিড়িয়েছে ম্যান ইউ শর্ত সাপেক্ষে আরও ৮০ লাখ ইউরো যুক্ত হতে পারে।

 

রোনালদো সবসময় ৭ নম্বর জার্সিতেই খেলেন। ৭ নম্বর জার্সি যেন তার নামের সাথেই যুতসই হয়ে গেছে। এজন্য তাকে সিআর সেভেনও বলা হয়। তবে এবার ৭ নম্বরে সেই জার্সি তার গায়ে নাও উঠতে পারে। তার বদলে ১২, ১৫ ও ২৮ নম্বর জার্সি উঠতে পারে তার গায়ে। কারণ ম্যান ইউতে এই নম্বরের জার্সিগুলোই খালি আছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর