৪৮ ঘন্টা কর্মবিরতি পালন করবেন পরিবহন শ্রমিকরা

০১ সেপ্টেম্বর ২০২১

শেরপুর প্রতিনিধি:

নিজেদের ৬ দফা দাবি শিগগিরই বাস্তবায়ন না করলে আগামী ৭ সেপ্টম্বর মঙ্গলবার ভোর ৬ ঘটিকা থেকে বৃহস্পতিবার ভোর ৬ ঘটিকা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন শেরপুরের পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়নভুক্ত ২৪টি শ্রমিক সংগঠন ও জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতারা। শহরের নিউ মার্কেটে জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে-এ সংগঠনের আওতাধীন গৌরপুর লোকাল ট্রাক পরিচালনা অফিস ঘর পুনঃ দখল, সন্ত্রাস ও ষড়যন্ত্রে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা, ২০০৬ সংশোধিত শ্রম আইন বহির্ভুত বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের অনুমোদিত গৌরীপুর শেরপুরের অবৈধ শাখা কমিটি বাতিল করা,রেজিঃ নং বি-১৬৬৫ অবৈধ সাংগঠনিক কার্যক্রম বন্ধ করা, ২০১৯ সালের ১৪ নভেম্বর জেলা প্রশাসকের নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের স্থানীয় নেতা ও কর্মবিরতি ঘোষণা করা সংগঠনের সভাপতি মোঃ আরিফ রেজা। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বর ২০১৯ তাদের সংগঠনের নির্বাচন হয়। নির্বাচনে পরাজিত কতিপয় প্রার্থী ও শ্রমিক শেরপুরে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৬৬৫) নামে একটি সংগঠন দাঁড় করিয়ে কার্যক্রম শুরু করেছে। নতুন সংগঠনটির বৈধতা না থাকায় তা বন্ধে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরে অভিযোগ দেযা হয়। একাধিকবার অবরোধ কর্মসূচিও পালন করা হয়। কিন্তু প্রশাসনের তরফ থেকে আশ্বাস মিললেও সৃষ্ট সঙ্কটের কোনো সুরাহা হয়নি। তাই সঙ্কট নিরসনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে শ্রমিকরা ৪৮ ঘন্টার কর্মবিরতিতে গেলে জেলার অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও জেলার দায়িত্বশীল ব্যক্তিরা। তারা জেলা প্রশাসনসহ সংশিষ্টদের কাছে দ্রুত এ সমস্যার সমাধান চেয়েছেন।

 

তারিকুল ইসলাম/এমকে

 


মন্তব্য
জেলার খবর