গেল আগস্টে সারাদেশে ২৭৪ জন নারী ও মেযেশিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ১০৩ জন, ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২৬ জনকে।১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে তথ্য সংগ্রহ করে বুধবার এ পরিসংখ্যান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মহিলা পরিষদ বলছে, ভুক্তভোগীদের মধ্যে ১৩১ জন মেয়েশিশু এবং ১৪৩ জন নারী। ধর্ষণের শিকারের মধ্যে ৫২ জন ও ধর্ষণের চেষ্টার মধ্যে ১৫ মেয়েশিশু রয়েছে। দলবদ্ধ ধর্ষণের শিক্ষার হয়েছে ৭ মেয়েশিশু, এ ঘটনার শিকার ১ জনকে হত্যাও করা হয়েছে। শ্লীলতাহানির শিকার হয়েছে ১ মেয়েশিশুসহ ২ জন আর যৌন নিপীড়নের শিকার হয়েছে ৯ জন। এর মধ্যে ৬জনই মেয়েশিশু। এসিডদগ্ধ ও অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে দুই জনের। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৩ জন, এর মধ্যে একজন মেয়েশিশু। অপহরণের শিকার হয়েছে ১২ জন আর অপহরণের চেষ্টা করা হয়েছে এক মেয়েশিশুকে । নারীপাচারের ঘটনাও ঘটেছে এ মাসে-২টি। বিভিন্ন কারণে ৩০ জনকে হত্যা করা হয়েছে, এর ৮ জনই মেযেশিশু । হত্যার চেষ্টা করা হয়েছে ১২ জনকে, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৮ জন। এর মধ্যে ১ জনকে হত্যা করা হয়েছে।
এমকে