পরিবহণ শ্রমিকদের নিয়োগপত্র দেওয়ার নির্দেশ

১৩ ফেব্রুয়ারী ২০২২

আগামী দুই মাসের মধ্যে পরিবহণ শ্রমিকদেরকে বাধ্যতামূলকভাবে নিয়োগপত্র দিতে পরিবহন মালিকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, এ সময় পরে নিয়োগপত্র আছে কিনা, রাস্তায় সেটা চেক করা হবে। নিয়োগপত্র ছাড়া কোনো ড্রাইভার গাড়িতে উঠতে পারবে না। সড়ক পরিবহণ সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নে টাস্কফোর্সের সভায় এ নির্দেশ দেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ বৈঠক হয়। সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সড়ক আইনে চালক ও সুপারভাইজারকে মালিকদের নিয়োগপত্র দেওয়ার কথা রয়েছে। কিন্তু সরকারের তরফ থেকে বারবার বলার পরেও এটা দেওয়া হচ্ছিল না। তিনি জানান, এ দুই মাসের মধ্যে মালিক এবং শ্রমিকরা বসে কখন কীভাবে শুরু করবেন- এটা ঠিক করবেন। সভায় ড্রাইভিং লাইসেন্স,  শ্রমিকদের ডোপ টেস্ট, পরিবহন থেকে যত্রতত্র চাঁদা তোলা ও ফিটনেসবিহীন গাড়ির বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া সড়কে শৃঙ্খলা আনতে ১১১টি প্রস্তাব বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে- যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর