মন্তব্য
বেসরকারিভাবে চাল আমদানির জন্য ১৭ ও ১৮ আগস্ট বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর এলসি (লেটার অব ক্রেডিট)) খোলার সময় ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।চাল আমদানির স্বার্থেই এ সময়সীমা বাড়ানো হয়েছে। তবে পরবর্তীতে আর এ সময় বাড়ানো হবে না। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এসব প্রতিষ্ঠানকে নন-বাসমতি সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দেয়া হয়।১৭ আগস্ট বরাদ্দ পায় ৪১ ব্যক্তি-প্রতিষ্ঠান- চার লাখ ১০ হাজার মেট্রিক টন ও ১৮ আগস্ট বরাদ্দ পায় ৬৯ প্রতিষ্ঠান- চার লাখ ১৮ হাজার মেট্রিক টন।১৭ আগষ্টে এলসি খোলার সময়সীমা ৩১ আগস্ট এবং ১৮ আগষ্টের এ সময়সীমা ১ সেপ্টেম্বর শেষ হয়েছে।
এমকে