কিউইদের লজ্জার হার, টাইগারদের প্রথম জয়

০১ সেপ্টেম্বর ২০২১

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে কিউইদের দেয়া ৬১ রানের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করা জয়ের দিনে লজ্জার হার উপহার পেল অতিথিরা।

 

বুধবার শের-ই-বাংলা জতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউইরা। বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই বিদ্ধস্ত হয়ে যায় ব্ল্যাক ক্যাপদের শিবির। মাত্র ৯ রানেই ৪ উইকেট খুইয়ে বসে তারা। প্রথম ওভারেই কিউইদের জার্সিতে অভিষিক্ত ওপেনার রাচিন রবিন্দকে ফেরান মেহেদী। এরপর তৃতীয় ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন সাকিব আল হাসান। সাকিবের পর এক ওভারেই কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লান্ডেলকে ফেরান নাসুম। শেষ পর্যন্ত সব কটি উইকেট হারিয়ে মাত্র ৬০ রানের স্বল্প পুঁজি পায় নিউজিল্যান্ড।  

 

বল হাতে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নিয়েছেন নাসুম, সাকিব ও সাইফউদ্দিন। বাকি এক উইকেট নেন মেহেদী হাসান।

 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মাত্র ৭ রানেই দুই ওপেনারকে ফেরায় ব্লাকরা। ব্যক্তিগত ১ রান করে ফিরে যান মোহাম্মদ নাঈম ও লিটন দাস। তাদের বিদায়ের পর দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। সাকিব ৩৩ বলে ২৫ রান করে রবিন্দ্রের বলে আউট হন। তবে অধিনায়ক মাহমুদুল্লাহকে সাথে করে জয় নিয়ে মাঠ ছাড়েন মুশফিক।

 

নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট পান কোল ম্যাককোচিন, এজাজ প্যাটেল ও রচিন রবীন্দ্র।

          

সংক্ষিপ্ত স্কোর:

 

নিউজিল্যান্ড : ২০ ওভারে (রবীন্দ্র ০, টম ব্লান্ডেল ২, উইল ৫, ডি গ্রান্ডহোম ১, ল্যাথাম ১৮, নিকোলস ১৭, কোলে ০, ব্রেসওয়েল ৫, প্যাটেল ৩, টিকনার ১, জ্যাকব ৩; মেহেদী ৪-০-১৫-১, সাকিব ৪-০-১০-২, নাসুম ২-০-৫-২,মুস্তাফিজ ২.৫-০-১৩-৩, সাইফউদ্দিন ২-০-৭-২)।

 

বাংলাদেশ  :  ১৫ ওভারে ৬২/৩ (নাইম ১, লিটন ১, মুশফিক ১৬, সাকিব ২৫, মাহমুদউল্লাহ ১৪; অ্যাজাজ ৪-০-৭-১, রবীন্দ্র ৪-০-২১-১, জ্যাকব ৪-০-৩-০, ম্যাকনকি ৪-০-১৯-১)।

 

ফল : ৭ উইকেটে জয়ী বাংলাদেশ।


মন্তব্য
জেলার খবর