মার্কিন দৃষ্টিভঙ্গি গভীরভাবে ত্রুটিপূর্ণ : পুতিন

০২ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তানে মার্কিন সামরিক হস্তক্ষেপ সবার জন্য ট্র্যাজেডি এবং প্রাণহানি ছাড়া আর কিছুই দিতে পারেনি এবং দেখিয়েছে যে অন্য দেশের ওপর বিদেশি মূল্যবোধ চাপিয়ে দেয়া অসম্ভব।

রাশিয়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর-কিশোরীদের সামনে দেয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন।

পুতিন বলেন, দেশটির প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি গভীরভাবে ত্রুটিপূর্ণ । ২০ বছর ধরে এই ভূখণ্ডে ছিল মার্কিন বাহিনী। তারা সেখানকার মানুষজনদের সভ্য করতে, নিজস্ব নিয়ম ও জীবনযাত্রা প্রতিষ্ঠা করতে এবং সমাজের রাজনৈতিক সংগঠনে তাদের মতাদর্শ চাপাতে ২০ বছর ধরে চেষ্টা করেছে। এর পরিণতি হচ্ছে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে বসবাসকারীদের জন্য কেবলমাত্র বিয়োগান্তক ঘটনা ও প্রাণহানি ঘটিয়েছে। এর ফল হয়েছে শূন্য।

রয়টার্স


মন্তব্য
জেলার খবর