গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে তিন হাজার ৪৩৬ জন, মারা গেছেন ৮৮ জন। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় তিন হাজার ৬২ জন, মারা যায় ৭৯ জন। স্বাস্থ্য অধিদফতরের বুধবার ও বৃহস্পতিবারে সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ সাত হাজার ১১৬ জনের। এর মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৩৬২ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ৯১ হাজার ৬৬৪টি। শনাক্তের হার ১৬ দশমিক ৭৬।
গত ২৪ ঘণ্টার পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদফতর জানায়, সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯০১ জন। নমুনা সংগৃহিত হয়েছে ৩৩ হাজার ৫৯৬টি, পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ২৫টি। শনাক্তের হার ১০ দশমিক ৪০। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৪ জন, নারী ৩৪ জন। বিভাগের মধ্যে ঢাকায় ৩০ জন, চট্টগ্রামের ২৭ জন, রাজশাহীর পাঁচ জন, খুলনার সাত জন, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে তিন জন করে ও সিলেটের ১০ জন। সরকারি হাসপাতালে ৬৯ জন, বেসরকারি হাসপাতালে ১৭ জন এবং বাড়িতে দুই জন মারা গেছেন।
এমকে