বাইডেন-গনির ফোনালাপ ফাঁস

০২ সেপ্টেম্বর ২০২১

গত ২৩ জুলাই ওই ফোনালাপ হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণির।

ফোনালাপে  বাইডেন গনিকে বলেন, আমি আপনাকে সহযোগিতা করতে রাজি আছি। যদি প্রকাশ্যে বোঝাতে পারেন যে আফগানিস্তানের জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আপনার পরিকল্পনা কি জানতে পারলে আমরা আকাশপথে সহযোগিতা অব্যাহত রাখবো।

বাইডেন গনিকে আরো বলেন, স্পষ্টতই আপনাদের সেরা সামরিক বাহিনী রয়েছে। ৭০ থেকে ৮০ হাজার তালেবান যোদ্ধার বিরুদ্ধে লড়তে আপনার সুসজ্জিত ৩ লাখ সৈন্য রয়েছে। যারা দারুণ যুদ্ধ করতে সক্ষমতা রাখে।

 আল জাজিরা ও রয়টার্স 


মন্তব্য
জেলার খবর